Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতিয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করা যাবে ভাষানচর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে।
বিস্তারিত

:: জাতীয় পরিচয়পত্রের সাধারণ সংশোধন/পরিবর্তন ::

জাতীয় পরিচয়পত্র প্রত্যেক নাগরিকের একটি অপরিহার্য দলিল। ভুল তথ্য সম্বলিত জাতীয় পরিচয়পত্রের কারণে আপনি বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে পারেন। সংশোধনের জন্য আপনি Online এ আবেদন করতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের সাধারণ সংশোধন/পরিবর্তনেরর জন্য Online আবেদনের ধাপ সমূহঃ

ধাপ-১

  • আপনি যে সকল তথ্য সংশোধন/পরিবর্তন করতে চান প্রথমেই তার ডান পাশে অবস্থিত চেক বক্সটি ক্লিক করে সংশ্লিষ্ট Text বক্স/Combo বক্স এনাবল করুন।
  • টেক্স বক্সটিতে আপনার সঠিক তথ্যটি লেখুন অথবা Combo বক্স হতে সঠিক তথ্যটি সিলেক্ট করুন।
  • পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমানের সনদ)

ধাপ-২

  • “ফর্ম ডাউনলোড” হতে সংশোধনের আবেদন পত্রটি ডাউনলোড করুন এবং নিজ হাতে পূরণ করে স্বাক্ষরিত ফরমটি স্ক্যান করে “আবেদনপত্রের স্ক্যান কপি” এর পাশে “নির্বাচন করুন” অপশনে গিয়ে আপলোড করুন।
  • আপনার জাতীয় পরিচয়পত্রটির স্ক্যান কপি “এন. আই. ডি. স্ক্যান কপি” এর পাশে “নির্বাচন করুন” অপশনে গিয়ে আপলোড করুন।

ধাপ-৩

  • আপনি যে উপজেলা/থানা নির্বাচন অফিস হতে আপনার সংশোধিত জাতীয় পরিচয় পত্রটি সংগ্রহ করতে চান সংশ্লিষ্ট বিভাগ/জেলা/উপজেলা/ থানার নাম পর্যায়ক্রমে Combo বক্স হতে সিলেক্ট করুন।

ধাপ-৪

  • আপনার তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদির নাম “সমর্থনকারী নথি” এর পাশে Text বক্সে লিখুন/Combo বক্সে সিলেক্ট করুন এবং এর পাশে “নির্বাচন করুন” অপশনে গিয়ে সংশ্লিষ্ট File টি আপলোড করুন।
  • এভাবে প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক File আপলোড করুন।

ধাপ-৫

  • ক্যাপচা বক্সে প্রদর্শিত ক্যাপচাটি সঠিকভাবে টাইপ করুন। অতঃপর আবেদনটি Submit করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ

  • অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

  • অসত্য/ভূয়া দলিলাদি আপলোড করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় দলিলাদিঃ

১) জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে, উক্ত সংশোধনের স্বপক্ষে, ক্ষেত্রমত নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হইবে, যথাঃ

  • শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র;
  • শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও);
  • অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স/কাবিননামার সত্যায়িত অনুলিপি;
  • নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে, প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি [এসএসসি সনদ/পাসপোর্ট/চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রাইভিং লাইসেন্স, যাহার ক্ষেত্রে যেটি
    প্রযোজ্য] ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি;
  • ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি
    (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।

২) বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোন কারণে কোনো মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করিতে চাহিলে-

  • কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ/ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা/বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত
    করিতে পারিবেন।

৩) পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র (যদি উহাতে পিতা/মাতার নাম উল্লিখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।

৪) পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউনিসলরের প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।

৫) রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে, উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে।

“আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপিসমূহ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করিতে পারিবেন: (ক) সংসদ সদস্য, (খ) স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, (গ) গেজেটেড সরকারি কর্মকর্তা, এবং (ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।”

 


ডাউনলোড
প্রকাশের তারিখ
01/03/2015