বলছেন : সাদেকা আক্তার ইউপি মেম্বার ও ডিজিটাল সেন্টার মহিলা উদ্যোক্তা
আমি একজন ভাষানচর ইউপি সদস্য ও ইউডিসির উদ্যোক্তা ২৫-১১-২০১৪ ইং তারিখে ইউপি তে একটি বিশেষ সভা চলাকালীন সময়ে আমার কাছে একটি জরুরী ফোন আসে এবং ঐফোনে কান্নাকাটি শুনতে পাই,আমি ঐ সময়ে সচিব মহোদয় কে বলে ছুটি নিয়া দেখতে যাই। গিয়ে দেখি একজন সন্তান সম্ভাবা মহিলা (মুক্তা) অচেতন হয়ে পরে আছে আমি প্রাথমিক ভাবে চেকআপ করি এবং দেখি তার প্রসব সাধারন নয় । মুক্তা(সন্তান সম্ভাবা মহিলা) এর পরিবার অতি দরিদ্র তাই আমি টাকা পা্ওয়ার কথা চিন্তা না করে স্পীড বোট ভাড়া করে নিজ দায়িত্ত্বে বরিশাল শের-ই-বাংলা হাসাপাতালে ভর্তি করি।মুক্তা বেগম একটি সন্তান জন্ম দেয় এবং মা ও শিশু সুস্থ হয়ে ওঠে। এই কার্যে মুক্তার পরিবার সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে। আমি তাদের বিপদের পাশে দাড়াতে পেরে খুবই গর্বিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস